সারা বাংলা

রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নুরপুন্নি বেগম (৭০) নামে এক বৃদ্ধার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) সকালে হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

নুরপুন্নি বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।

মৃতের নাতনি মুকুল হোসেন জানান, দু’দিন আগে হঠাৎ তার নানীর শরীরে জ্বর আসে। এরপর শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়া তার রক্তচাপ কমে যায়। অবস্থা বেগতিক দেখে শনিবার বেলা ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

সেখান থেকে তাকে রাজশাহী খিস্ট্রিয়ান মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ফের রামেক হাসপাতালের করোনা ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়। এ সময় তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু আইসিইউতে নেয়ার আগেই ভোরে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি-না। বৃদ্ধার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী