সারা বাংলা

দুমাস পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলো লালমনি এক্সপ্রেস

দুই মাস বিরতির পরে আজ নতুন করে যাত্রা করলো লালমনিএক্সপ্রেস। ট্রেনটি রোববার (৩১ মে) নির্ধারীত সময় সকাল ১০টা ২০ মিনিটে লালমননিরহাট থেকে কমলাপুরের উদ্দেশে লালমনিরহাট স্টেশন ছেড়ে যায়।

আন্তঃনগর ট্রেনটিতে ৬শ ৫৩টি আসনের মধ্যে অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হয়। প্রথমদিন লালমনিরহাট থেকে ১শ ৩০ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।

প্লাটফর্ম গেটে প্রবেশের শতভাগ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অনেকের মুখে মাস্ক ছিল না। এছাড়াও যাত্রীদের জন্য ট্রেনে ছিল না সাবান, পানি ও স্যানিটাইজারের ব্যবস্থা। এমনকি রেলওয়ে স্টাফদের জন্যও নেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।  তবে ট্রেনটিকে শতভাগ হকার ও ভিক্ষুকমুক্ত রাখার পাশাপাশি খাবার বগির ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। ট্রেনিতে আইসোলেশন বগি ও জরুরি চিকিৎসকের ব্যবস্থা চোখে পড়েনি।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার তাপস কুমার রায় বলেন, রেল স্টেশনে প্রবেশ এবং বাহির হওয়ার আলাদা পথ রাখা হয়েছে। এছাড়া ট্রেনের ভিতরে যাত্রীদের নিরাপদ দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে। লালমনিরহাট/ফারুক আলম/সাজেদ