সারা বাংলা

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শাহজাহান ভূঁইয়া নামে (৬৬) এক ব্যবসায়ী মারা গেছেন। তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ব্যবসায়ীর মৃত্যুর তথ্য নিশ্চিত রবিবার (৩১ মে) দুপুরে জানান, আজ সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।।তিনি তাড়াইল সদর ইউনিয়নের মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে।

তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। গত ২৬ মে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

জানা গেছে, ঈদের আগে শ্বাসকষ্ট নিয়ে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে কিছুটা সুস্থ বোধ করলে বাড়ি চলে যান। ঈদের পর আবার অসুস্থ হয়ে পড়লে গত ২৮ মে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে আইসোলেশনে ছিলেন। কিশোরগঞ্জ/রুমন চক্রবর্তী/সাজেদ