সারা বাংলা

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এসময় তারা মহাসড়ক অবরোধ করে।

পরে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

সোমবার (১ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজ্জাকুল হায়দার নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক রেজ্জাকুল হায়দার জানান, শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে গাজীপুরা এলাকার তানাজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধ করে। এসময় ওই মহাসড়কের উভয় লেনে চলাচলকারী বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

শিল্প পুলিশের এই পরিদর্শক আরো জানান, কাজ না থাকায় মালিকপক্ষ তাদের ২ হাজার ৮১০ জন শ্রমিকরে মধ্যে আইন মোতাবেক সকল পাওনাদি পরিশোধ করে এক হাজার ২৯৬ জন শ্রমিক ছাঁটাই করতে চাচ্ছেন।

অপরদিকে, শ্রমিকদের যাতে ছাঁটাই না করা হয় এর জন্য তারা বিক্ষোভ করেন এবং মহাসড়কে নামেন। আগামী ৪ জুন মালিকপক্ষের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বললে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। পরে যানবাহন চলাচল শুরু হয়।

 

গাজীপুর/হাসমত/বুলাকী