সারা বাংলা

‘করোনাভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘প্রাণঘাতী নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকির মুখোমুখি করেছে। পৃথিবীতে এর আগে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। করোনাভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।’

সোমবার (১ জুন) মেয়র দপ্তরে চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী মেয়রের হাতে ৫০০ পিস কেএন ৯৫ মাস্ক তুলে দেওয়ার সময় মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্যোগকালীন সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থা ও করপোরেট হাউজগুলো মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। এভাবে সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখলে মহামারি প্রতিরোধে সক্ষম হবো।’ রেজাউল করিম/সনি