সারা বাংলা

নরসিংদীতে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত

নরসিংদীতে গণপরিবহনে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

গণপরিবহন চলাচল শুরু হওয়ার প্রথম দিন সোমবার (১ জুন) ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন পরিবহনে নিয়মানুযায়ী যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা তদারকি করা হয়।

এছাড়া জেলার সদর, রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলার বিভিন্ন সড়কগুলোতে গণপরিবহনে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন তদারকি করা হচ্ছে।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন।

করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এইচ মাহমুদ/সনি