সারা বাংলা

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

দেশের উত্তর-পূর্ব সীমান্তের জেলা সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

প্রথম রোগী শনাক্তের দুই মাস পূর্ণ হওয়ার তিনদিন আগেই করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেলো।

সোমবার (১ জুন) নতুন করে ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মহামারি এ ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬১৪ জনে দাঁড়িয়েছে।

বিষয়টি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে সোমবার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। তারা সকলেই সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, সিলেটে গত ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর থেকে এ সংখ্যা বাড়তেই আছে।

সোমবার দিবাগত রাত পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৬১৪ জন। আর মারা গেছেন প্রথম আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ১৪ জন। সুস্থ হয়েছেন ৭৭ জন। সুস্থ হওয়াদের মধ্যে একদিনে গোলাপগঞ্জ উপজেলার ১২ জন রয়েছেন।

 

সিলেট/নোমান/বুলাকী