সারা বাংলা

গাজীপুরে অস্ত্রসহ দুই ডাকাত আটক

গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকা হতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (২ জুন) সকালে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প থেকে পঅঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।

আটকরা হলো- ময়মনসিংহের নান্দাইল থানার আতকাপাড়া এলাকার সহিদ (৩৫) এবং নেত্রকোনার কলমাকান্দা থানার গ্রামপাড়া এলাকার মতিউর রহমান (২৫)।

র‌্যাব জানায়, সোমবার দিবাগত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গজারিয়াপাড়া এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। পরে এ কোম্পানী কমান্ডার লে. আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে গজারিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, দুইটি হাসুয়া, একটি রড কাটার মেশিন, দুইটি রড ব্রেকার, দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গাজীপুর/হাসমত আলী