সারা বাংলা

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে ২ আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম এবং নগরীর চাঁন্দগাঁও থানার মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তারা মারা যান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম। এর আগে সকাল ৭টার দিকে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম। তারা দুইজনই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, দুই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও  চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ নগর আওয়ামী লীগের নেতরা। চট্টগ্রাম/রেজাউল/ইভা