সারা বাংলা

ফ্রিজারে ভাইয়ের লাশ নিয়ে গ্রামে গেলেন এমপি

হৃদরোগে মারা যাওয়ার বড় ভাইয়ের লাশ নিজেই লাশবাহী ফ্রিজারে করে গ্রামে নিয়ে গেলেন সংসদ সদস‌্য ফজলে করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল থেকে নিজেই অ্যাম্বুলেন্সের সামনে বসে বড় ভাইয়ের লাশ কবরস্থ করতে গ্রামে নিয়ে যান তিনি।

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করেন এমপি ফজলে করিম চৌধুরীর বড় ভাই ফজলে রাব্বি চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি চিরকুমার ছিলেন।

প্রয়াতের পারিবারিক সূত্র জানায়, সবার কাছে মানিক ভাই নামে পরিচিত ফজলে রাব্বি চৌধুরী গতকাল বুধবার স্ট্রোক করলে তাকে দ্রুত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে।

পরে দুপুরে বড় ভাইয়ের লাশ ফ্রিজারে করে নিজে সামনে বসে গ্রামের বাড়িতে নিয়ে যান সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

আগামীকাল শুক্রবার জুমা’র নামাজ শেষে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। রেজাউল করিম/সনি