সারা বাংলা

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়ালো

সিলেট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।  বৃহস্পতিবার (৪ জুন)  রাতে নতুন করে আরও শনাক্ত হয়েছে ৬০ জন।  এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৯ জনে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।  এর মধ্যে ৬০ জনের ফল পজিটিভ এসেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সিলেট জেলায় ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন।  এরপর শুরুর দিকে স্লথ গতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল।  তবে মে মাসের শেষ সপ্তাহে দ্রুত আকারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। আক্রান্তদের তালিকায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, র‌্যাব-পুলিশ, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজনও আছেন।

এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২০ জন।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৫ জন।

 

সিলেট/নোমান/সাইফ