সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আবু বক্কর (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার বিরামপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দুপুরে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে। ওই গ্রামের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবু বক্কর কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বিষয়টি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদর উপজেলা প্রশাসনকে জানান। পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একটি দল সকাল ১০টার দিকে তার বাড়িতে যান। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ও সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় আবু বক্করের লাশ দাফনের পর তার বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া/রুবেল/রফিক