সারা বাংলা

হাজার কেজি আম নিয়ে ছেড়ে গেলো ম্যাংগো স্পেশাল ট্রেন

এক হাজার কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গেছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

শুক্রবার (৫ জুন) বিকাল চারটায় নির্ধারিত সময়েই স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।

করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালুর ঘোষণা দেয় সরকার। দ্রুত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে আজ শুক্রবার যাত্রা করে ট্রেনটি।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, আওয়ামী লীগ নেতা ও গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান, ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ রেলওয়ের ঊর্ধতন কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাষ্টার মনিরুজ্জামান মনির জানান, উদ্বোধনী দিনে এক হাজর কেজি আম বুকিং করা হয়েছে। আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে বিশেষ এই ট্রেনের ভাড়া নির্ধরণ করা হয়েছে একেবারেই সর্বনিম্ন রেটে।

এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনের জন্য গুনতে হবে মাত্র এক টাকা ৩১ পয়সা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাজশাহীতে পৌঁছাবে ৫টা ২০ মিনিটে। সেখান থেকে পণ্য তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা রাত ১টায়। জাহিদ মিম্পা/সনি