সারা বাংলা

জয়পুরহাটে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে গেছে জয়পুরহাট জেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন) দিনভর জয়পুরহাট শহরসহ উপজেলাগুলোতে যান চলাচল এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী টহল শুরু করে। 

এসময় মাইকিং করে রাস্তায় বিনা কারণে ঘোরাঘুরি না করার এবং সর্বদা মাক্স পরিধান করারও পরামর্শ দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। অযথা সাধারণ মানুষ যাতে ঘোরাফিরা না করে সেজন্য বারবার আমরা মাইকিং করে বলে যাচ্ছি। কারণ, এখন খুবই বিপজ্জনক সময়। এই সময়টাতে মানুষকে ঘরে থাকতেই হবে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে জেলায়। বর্তমানে এ জেলায় ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।’

এদিন আইন অমান্য করে সামাজিক দূরত্ব না মেনে মোটরসাইকেলে একাধিক ব্যক্তি থাকায়, ১৯ জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোমাইয়া আক্তার। শামীম কাদির/সনি