সারা বাংলা

বরিশালে লকডাউন করা পরিবারগুলোকে চিকিৎসা ও খাদ্য দেবে বাসদ

বরিশালে লকডাউন করা পরিবারগুলোকে চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নগরীর ফকিরবাড়ি সড়কের কার্যালয়ে এনিয়ে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেয় বাসদ বরিশাল জেলা শাখা।

করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণার পর প্রশাসন দায়-দায়িত্ব ও নীরব বলেও অভিযোগ করে বরিশাল বাসদের নেতারা।

এসময় অসহায় বা দরিদ্রদের জন্য খাদ্য ও চিকিৎসার ব্যবস্থায় তাদের অনুপস্থিতির বিষয়ও তুলে ধরা হয়। তবে এমন পরিস্থিতি মোকাবেলায় করোনায় আক্রান্তদের সবধরনের সহযোগিতায় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয় দলটি।

সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী বলেন, প্রশাসন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করেই ভূমিকা স্থগিত করেন। অসহায় রোগীদের চিকিৎসা বা খাদ্য দেওয়ার বেলায় তাদের কিছু করার নেই বলে জানিয়ে দেয়। যার কারণে বাসদের ঘোষণা হচ্ছে, প্রশাসনে পক্ষ থেকে লকডাউন করা পরিবারের তালিকা প্রকাশ করুক। সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও খাবারের ব্যবস্থা করা হবে।

এদিকে করোনা মোকাবেলায় প্রথম থেকেই মাঠে রয়েছে বাসদ। তারা বরিশালে মানবতার বাজার, ফ্রি চিকিৎসা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন কর্মসূচি চালু রেখেছে। বরিশাল/জে. খান স্বপন/সাজেদ