সারা বাংলা

চট্টগ্রাম থেকে দেশে ফিরলেন ১১০ আফগান শিক্ষার্থী

করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের ইউনিভার্সিটি ফর উইমেন-এ অধ্যায়নরত ১১০ জন আফগান নারী শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন।

আফগানিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে শনিবার (৬ জুন) সকালে একটি বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে গেছেন তারা।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই বৃহত্তম নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাও অনিশ্চিত। এই অবস্থায় বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ দেশে ফিরতে উদগ্রিব ছিলেন। এই অবস্থায় আফগানিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নতর ১১০ জন নারী শিক্ষার্থী একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে গেছেন। এদের দেশে ফেরার যাবতীয় ব্যয়ভার বহন করেছে আফগান সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাড়াও, আফগান, ভিয়েতনাম, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানের নারী শিক্ষার্থীরা অধ্যায়ন করেন। রেজাউল করিম/সনি