সারা বাংলা

সেই বৃদ্ধার পাশে রাইজিংবিডি

সখিনা বেওয়া। বয়স ৬৫ বছর। করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সবাই যখন ঘরবন্দি, তখন সহায়-সম্বলহীন ওই বৃদ্ধা ত্রাণের আশায় রাস্তায় রাস্তায় ঘুরতেন। কোথাও মেলেনি একটু খাদ‌্য সহায়তা।

অত‌্যন্ত দরিদ্র ওই নারীকে নিয়ে শুক্রবার (৫ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। ‘বাও মোক এনা কেউ চাউল দিলো না বা’ শিরোনামের ওই প্রতিবেদন অনেকের নজরে আসে। রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিমের পক্ষে রোববার (৭ জুন) সখিনা বেওয়ার হাতে খাদ‌্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন রাইজিংবিডির ধারমইরহাট সংবাদদাতা অরিন্দম মাহমুদ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি করে তেল, ডাল ও লবণ, একটি সাবান এবং কিছু শাকসবজি।

সখিনা বেওয়া ধামইরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের টিঅ‌্যান্ডটি পাড়ায় থাকেন। এর আগে একটু ত্রাণের আশায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, কিন্তু কোথাও তা পাননি। আজ খাদ‌্য সহায়তা পেয়ে রাইজিংবিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সখিনা বেওয়া বলেন, ’মোর বড়ই দুঃসময় যাছে বা। এক বেটা আছে, মোর ভালো-মন্দের খোঁজ-খবর নেয় না। বাড়ি-ঘর নাই। মানুষের বাড়ি-বাড়ি ঘুরি চেয়েচিন্তে খাঁও। গরিবের কেউ নাই বা। ক্ষুধার জ্বালায় ঘুরি, করোনা মোর কিছুই করার পাবে না।’

প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে অসহায় বৃদ্ধা সখিনা বেওয়াকে খাদ‌্য সহায়তা দেওয়ায় রাইজিংবিডিকে ধন‌্যবাদ জানিয়েছেন ধামইরহাটের লোকজন।

রাইজিংবিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম বলেন, ‘খবরটি জানার পর বৃদ্ধা সখিনা বেওয়াকে সাহায্য করার জন্য রাইজিংবিডির স্থানীয় প্রতিনিধিকে পাঠানো হয়। পরবর্তীতে তার কোনো সাহায্যের প্রয়োজন হলে রাইজিংবিডি তা দেবে।’

তিনি আরো বলেন, ‘শুধু ধামইরহাট উপজেলায় নয়, দেশের সব জেলা এবং উপজেলা প্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে—কারো জরুরি সাহায্যের প্রয়োজন হলে অন্য কারো আশায় বসে না থেকে যেন রাইজিংবিডির পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হয়। বর্তমান পরিস্থিতিতে নিউজ করার আগে মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া বেশি জরুরি।’

‘বাও মোক এনা কেউ চাউল দিলো না বা’

 

ধামইরহাট/অরিন্দম/রফিক