সারা বাংলা

সোনারগাঁওয়ে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় স্থানীয় মেস্বার হাবিবুর রহমান হাবু’র অনুসারী ও এলাকাবাসীর মধ‌্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড বাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।

এলাকাবাসী জানায়, পাঁচ গ্রামের মানুষ একত্রিত হয়ে চাদাঁবাজি বন্ধ ও হাবুর বিচার দাবি করে বিক্ষোভ করছিল। এসময় হাবুর অনুসারীরা গ্রামবাসীর ওপর ককটেল নিক্ষেপ করে। ধাওয়া দিয়ে এলকাবাসীকে মারধরও করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে হাবু’র বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকে রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। হাসান উল রাকিব/সনি