সারা বাংলা

ফেলে যাওয়া প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করলেন ইউএনও (ভিডিও)

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকার বাঁশ বাগান থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তিনি।

উদ্ধার হওয়া প্রতিবন্ধী যুবক রাকিব শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে। শারীরিকভাবে দুর্বল থাকায় তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও সাব্বির আহমেদ বলেন, ‘চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে রেখে যায়। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে বিষয়টি জানতে পারি। পরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সহযোগিতায় অ‌্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

তিনি আরও বলেন, ‘ওই কিশোর করোনায় আক্রান্ত কি না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই কিশোরকে ফেলে রেখে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।’

বাদল সাহা/সনি