সারা বাংলা

নওগাঁয় পিকআপে লুকানো ফেনসিডিলসহ আটক ২

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আম বোঝাই পিকআপে লুকানো ৪৮৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫।

শুক্রবার (১২ জুন) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিত মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ওই ফেনসিডিল জব্দ করে। এবং দুইজনকে আটক করেন।  

আটকরা হলেন— মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঠাকুর কান্দি গ্রামের সিয়াব আলীর ছেলে রুবেল হোসেন (৪২) ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার চেংক্ত গ্রামের হুরমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

র‌্যাব-৫ রাজশাহীর  কোম্পানি কমান্ডার ( সিপিএসসি) এএসপি এটিএম মায়নুল ইসলাম জানান, আম ভর্তি পিকআপে করে রাজধানীতে ফেনসিডিল বহন করার গোপন সংবাদ পায় র‌্যাব-৫। পরে রাতে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আম বোঝাই পিকআপে লুকানো ৪৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দসহ মাদক কারবারি দুজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, পুলিশ ও র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে সহজে পার পাওয়ার জন্য কাঁচামাল হিসেবে বহনকৃত আম বোঝাই পিকআপে লুকিয়ে ফেনসিডিল বহন করা হচ্ছিল। সাজু/বুলাকী