সারা বাংলা

নরসিংদীতে করোনা উপসর্গে ছেলের পর মায়ের মৃত্যু

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে ছেলে নূরে আলম খন্দকারের মৃত্যুর পর মা রেহেনা বেগমের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালের তাঁর মৃত্যু হয়। নিহত রেহেনা বেগম শহরের বাসাইল মহল্লার মৃত আবদুর রহমান খন্দকারের স্ত্রী।

নিহত পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুন করোনা উপসর্গ নিয়ে নুরে আলম খন্দকার (৩৮) নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা ডেডিকেটেড) মারা যান। এরপর থেকে তার মা রেহেনা বেগমের জ্বরে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। পরে শুক্রবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টায় হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে নরসিংদী শহর শ্রমিকলীগের সভাপতি পারভেজ খন্দকার। ছোট ভাইয়ের মৃত্যুর এক সপ্তাহের মাথায় মায়ের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এইচ মাহমুদ/নাসিম