সারা বাংলা

ঝালকাঠিতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চারজনের মৃত্যু হলো।

জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সোমবার (১৫ জুন)  সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্যবসায়ী অনিল কুমার দাস (৬৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তাকে আইসিইউতে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ খালি না থাকায় স্বজনরা রোববার (১৪ জুন) দিবাগত রাতে তাকে বাসায় নিয়ে আসার পথে মৃত্যু হয়। রাতেই স্বাস্থ্যবিধি মেনে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন জানিয়েছেন, জেলা আরও ১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ৯৪ জন শনাক্ত হলেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় তিনজন, নলছিটিতে চারজন, রাজাপুরে পাঁচজন ও কাঁঠালিয়ায় একজন রয়েছেন।

 

অলোক/বকুল