সারা বাংলা

হবিগঞ্জে ২০ ব্যবসায়ীর দুই মাসের দোকান ভাড়া মওকুফ

হবিগঞ্জের ঐতিহ্যবাহী শপিং কমপ্লেক্স রূপালী ম্যানসনের সকল ব্যবসায়ীর দুইমাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন কমপ্লেক্সের মালিক রেজাউল মোহিত খান।

সোমবার (১৫ জুন) আলাপকালে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে কমপ্লেক্সের ২০ জন ভাড়াটিয়ার ব্যবসায়িক লোকসান লাঘবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

ভাড়া মওকুফ ঘোষণার পর দুশ্চিন্তাগ্রস্ত ব্যবসায়ীরা অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন। তারা মার্কেট মালিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তারা জানান, করোনার কারণে প্রায় আড়াই মাস ধরে ব্যবসা পুরোদমে বন্ধ। কর্মহীন হয়ে পড়েছেন কর্মচারিরা। এ অবস্থায় ব্যবসায়ীরা দু’চোখে অন্ধকার দেখছেন । এমন পরিস্থিতিতে দুইমাসের ভাড়া মওকুফ করে বড় মনের পরিচয় দিয়েছেন রেজাউল মোহিত খান।

রূপালী ম্যানসনের মালিকের সাথে আলাপকালে জানা যায় তিনি একজন রোটারিয়ান। তিনি বানিয়াচং উপজেলাসহ বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কর্মকাণ্ডে সাথে জড়িত রয়েছেন। এবার এই করোনা পরিস্থিতিতেও অন্তত ৪শ’ দরিদ্রের মাঝে ৪ লক্ষাধিক টাকা বিতরণ করেছেন প্রচারবিমুখ এই মানুষটি।

 

মামুন/টিপু