সারা বাংলা

বান্দরবানে করোনার নমুনা সংগ্রহে বসছে ৮ বুথ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাত উপজেলায় করোনার নমুনা সংগ্রহের জন্য আটটি বিশেষ বুথ বসানো হচ্ছে।

সোমবার (১৫ জুন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি জেলা সদর উপজেলায় দুটি, লামায় একটি, থানচিতে একটি, রুমায় একটি, রোয়াংছড়িতে একটি, নাইক্ষ্যংছড়িতে একটি ও আলীকদম উপজেলায় একটিসহ মোট আটটি বুথ বসানো হবে।

বুথগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা করোনার নমুনা সংগ্রহ করবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, ‘করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। ফলে সাধারণ মানুষ যাতে দ্রুত তাদের নমুনা দিতে পারে সেজন্য আগামী কয়েকদিনের মধ্যে জেলায় আটটি বুথ বসানো হবে।’

প্রসঙ্গত, করোনা রোগীদের চিকিৎসার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৪০টি অক্সিজেন সিলিন্ডার, ৭০টি পালস অক্সিমিটার, ২০টি অক্সিজেন কনসেনটেইটর, ১০০টি নাসাল ক্যানোলা মাস্ক, সার্জিকেল গ্লাভস ১৫ হাজার জোড়া, সার্জিকেল মাস্ক ১০ হাজার জোড়া, পাঁচ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, পাঁচশ’ অ্যাম্পুল ইনজেকশন কেনা হয়েছে। বাসু দাশ/সনি