সারা বাংলা

হবিগঞ্জে নতুন ২১ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ জেলায় নতুন ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে।

সোমবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।

তিনি জানান, জেলায় নতুন ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে চুনারুঘাটে ১১ জন, হবিগঞ্জ সদরে ৫ জন, মাধবপুরে ৪ জন ও নবীগঞ্জে একজন।

নতুন আক্রান্ত হওয়া ২১ জনসহ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ২৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৭ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪ জন। মামুন/বুলাকী