সারা বাংলা

অবৈধভাবে বালু উত্তোলন: একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেহেরপুরে দবির হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈন উদ্দিন এই দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খড়ের মাঠ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থান থেকে মেহেরপুর পুলিশ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে দবির হোসেনকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১০) ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক মাসের কারা দণ্ডাদেশ দেওয়া হয়। মেহেরপুর/মহাসিন আলী/সাজেদ