সারা বাংলা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা, আটক ৩

অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার চেষ্টার অপরাধে তিনজনকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (২০ জুন) গভীর রাতে সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা। এসময় আটককৃতদের কাছ থেকে ৬ বোতল মাছ ধরা বিষ, ৭ বস্তা নিষিদ্ধ জাল ও তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করে বনবিভাগ। রবিবার (২১ জুন) বিকেলে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে বেল্লাল (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল (৩২), খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ইসরাফিল (৩০) ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শনিবার রাতে নিয়মিত টহলের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ তিন জনকে আটক করা হয়। ট্রলার তল্লাশি করে ৬ বোতল মাছ ধরা বিষ ও ৭ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করে বনবিভাগ। ।আটককৃতদের সুন্দরবনে প্রবেশের কোন পাশ পারমিট ছিল না। সম্পূর্ণ অবৈধভাবে তারা বিষ দিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছিল। বাগেরহাট/আলী আকবর টুটুল/সাজেদ