সারা বাংলা

বান্দরবানের গহীন বন থেকে ভাল্লুকের বাচ্চা উদ্ধার

বান্দরবানে লামা উপজেলার ইয়াংছা এলাকার গহীন বন থেকে একটি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় এক আশ্রমের আশ্রমের অধ্যক্ষ ও ছাত্ররা।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টার দিকে লামার জিনামেজু আশ্রমের পাশের গহীন বন থেকে ভাল্লুকের বাচ্চাটিকে উদ্ধার করা হয়।

আশ্রমের ছাত্ররা জানান, রাতে আশ্রমের পাশে গোসল করার সময় কুকুরের চেঁচামেচির আওয়াজ শুনে পাহাড়ের ভিতরে যায় তারা। এসময় একটি গাছের উপরে ভাল্লুকের বাচ্চাটি ও গাছের নিচে কুকুরগুলো দাঁড়িয়ে ছিল। পরে উদ্ধার করে ভাল্লুকের বাচ্চাটিকে আশ্রমে নিয়ে আসা হয়।

জিনামেজু আশ্রমের অধ্যক্ষ নন্দমালা থের বলেন, রাতে আশ্রমের পাশের বন থেকে ভাল্লুকের বাচ্চাটিকে ছাত্ররা উদ্ধার করে। পরে বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বনবিভাগ লোকজন আজ (২৪ জুন) আসার কথার রয়েছে।

তিনি আরও বলেন, ভাল্লুকের বাচ্চাটিকে দুধসহ বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে। বাচ্চাটি সবার সঙ্গে খেলাধুলা করছে।

প্রসঙ্গত, ভাল্লুকের বাচ্চাটিকে বুধবার কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

 

বাসু/বুলাকী