সারা বাংলা

হারপিক পানে সাংবাদিকের স্ত্রীর মৃত্যু: চিকিৎসক

টাঙ্গাইলে হারপিক পান করে রুবি সুলতানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবি টাঙ্গাইল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ‘দৈনিক কালের স্রোত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশন রেফাজুর রহমানের স্ত্রী। রুবি তার স্বামীর সম্পাদিত দৈনিক কালের স্রোত পত্রিকার উপ-সম্পাদকও ছিলেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

রুবি দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম সজীব বলেন, ‘রুবি সুলতানা গতকাল মঙ্গলবার বিকেলে হারপিক পান করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। আজ দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

শাহরিয়ার সিফাত/সনি