সারা বাংলা

বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মকবুল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

নিহত মকবুল উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, মকবুল মিয়া অসুস্থতা নিয়ে বুধবার রাতে ঢাকা থেকে নিজ বাড়ি নীলক্ষিয়া গ্রামে আসেন। বাড়িতে তার জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালে নেয়ার পথে মারা যান মকবুল।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, মৃত ব্যক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করেছে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও করোনায় মৃত ব্যক্তিদের দাফন কমিটির নেতা মোশারফ হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার বাদ জুম্মা মকবুলের লাশ দাফন করা হবে।

 

সেলিম/বুলাকী