সারা বাংলা

জয়পুরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় চন্দ্রপাইল গ্রামের মাঠে মরিচের খেত পরিচর্যার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহত কৃষকরা হলেন—চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন এবং একই গ্রামের আজিজার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় কৃষক আলম হোসেন ও সাখাওয়াত হোসেন মাঠে তাদের নিজের মরিচের খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে আলম হোসেন ও সাখাওয়াত হোসেনের পুরো শরীর ঝলসে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট/শামীম/রফিক