সারা বাংলা

পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ২শ ছাড়ালো

পিরোজপুরে নতুন করে এক চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে।

রোববার (২৮ জুন) রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আসা ৫৩টি রিপোর্ট এর মধ্যে নতুন ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে পিরোজপুর সদরে এক চিকিৎসকসহ ৪ জন, ভান্ডারিয়ায় ৩ জন, মঠবাড়িয়ায় ৩ জন ও ইন্দুরকানীতে একজন আক্রান্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত ২০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪৬ জন, ভান্ডারিয়া উপজেলায় ৪৪ জন, মঠবাড়িয়া উপজেলায় ৫৬ জন, কাউখালী উপজেলায় ৭ জন, নেছারাবাদ উপজেলায় ১৭ জন, ইন্দুরকানী উপজেলায় ২০ জন এবং নাজিরপুর উপজেলায় রয়েছেন ১৬ জন।

এছাড়া, এ পর্যন্ত মোট স্যাম্পল সংগ্রহের সংখ্যা ২২৯১টি। এর মধ্যে নেগেটিভ শনাক্ত হয়েছে ১৫০০, আর পেন্ডিং রয়েছে ৮৫০ জনের। এছাড়া মারা গেছেন ৫ জন। আর পজিটিভ থেকে সুস্থ হয়েছেন ১০৫ জন।

 

শুভ/বুলাকী