সারা বাংলা

খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বেলা ১১টা পযর্ন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ এই কর্মসূচি আহ্বান করে।

সংগ্রাম পরিষদ আহ্বায়ক সরদার আব্দুল হামিদ বলেন, ‘২৫ জুন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সরকারি ২৫টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ জুনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে ১ জুলাই থেকে শ্রমিক ও পরিবারের সদস্যরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবে।’

তিনি  আরও বলেন, ‘বস্ত্র ও পাটমন্ত্রী  আজ দুপুরে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের সঙ্গে বৈঠক করবেন। এ কারণে  খুলনার শ্রমিক নেতারা ঢাকা রওনা হয়েছেন।  বেঠক ফলপ্রসূ হলে ঘোষিত কর্মসূচি নিয়ে চিন্তা করা হবে।’

এদিকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল প্রধান সহকারী কমিশনার দেবাশীষ বাসক জানিয়েছেন,  আজ  দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/ইভা