সারা বাংলা

নরসিংদীতে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ২৩ জন, রায়পুরায় ১১ জন, পলাশে ৮ জন, মনোহরদীতে ২ জন, শিবপুরে ৪ ও বেলাব উপজেলা এলাকায় ৯ জন রয়েছেন।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৯৩২ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৬ হাজার ৭৭২টি নমুনার।

তার মধ্যে মোট এক হাজার ৩৯৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৮৮৯ জন, পলাশে ১২০ জন, শিবপুরে ১২৯ জন, রায়পুরাতে ১০৬ জন, মনোহরদীতে ৭৪ জন ও বেলাবোতে ৮০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৪৫১ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২৪ জন ও আইসোলেশন মুক্ত হয়েছেন ৮৮৯ জন।

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২২ জন, বেলাব উপজেলায় ৪ জন, রায়পুরায় ৪ জন, পলাশে একজন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন।

 

মাহমুদ/বুলাকী