সারা বাংলা

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি করার দাবিতে বাগেরহাটের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ২০১৭ থেকে  ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪২ জন মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন লিটন সরকার, শিরিনা আক্তার, সৈয়দ নাজিমুর রহমান, নিজাম শিকদার, মো. মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী ৯০ হাজার পরীক্ষার্থী বার কাউন্সিলের প্রতিযোগিতাপূর্ণ এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। তাতে মাত্র ১২ হাজার ৮৮৭ জন উত্তীর্ণ হন। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ৩ মাসের মধ্যে লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও মহামারি করোনার জন্য তা নেওয়া সম্ভব হয়নি।

তারা আরো বলেন, নিয়মিত বার কাউন্সিলের পরীক্ষা না হওয়ায়  আইনবিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী অনেক শিক্ষার্থী আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেননি। এই অবস্থায় তারা না পারছেন আইন পেশায় ক্যারিয়ার গড়তে, না পারছেন অন্য পেশায় যেতে।

তাই মানবিকদৃষ্টিতে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিকরণের দাবি জানান তারা।

এ দাবি পূরণে  তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

টুটুল/বকুল