সারা বাংলা

কটিয়াদিতে ১০ মামলার আসামির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে খুন ও ডাকাতিসহ ১০ মামলার আসামি খোকন মিয়ার মরদেহ উদ্ধার করেছে কটিয়াদি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জাল্লাবাদ এলাকা থেকে খোকনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

নিহত খোকন মিয়া আচমিতা ইউনিয়নের মৃত আব্দুল রাশিদের ছেলে।

নিহতের স্ত্রী হোসনা আরা পুলিশকে জানান, খোকন রাতে নিজের রান্না ঘরে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেসময় তার ডাক চিৎকারও শোনা যাচ্ছিলো। কিন্তু বের হয়ে কাউকে দেখতে পাননি হোসনা আরা। সারারাত খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে জাল্লাবাদ এলাকার একটি জমির পাশে কাঁঠাল গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কটিয়াদী থানার (ওসি) এমএ জলিল জানান, নিহত খোকন মিয়ার নামে খুন ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খোকনের চুরি-ডাকাতির সহযোগীরাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

রুমন চক্রবর্তী/সনি