সারা বাংলা

পঞ্চগড়ে ওসি করোনায় আক্রান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার স্ত্রী এবং সদর উপজেলার আরও  দুই ব্যক্তি আক্রান্ত হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওসি জহুরুল ইসলাম স্ত্রীসহ থানার কোয়ার্টারে অবস্থান করছেন। তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সদর উপজেলায় আক্রান্ত দুইজনের বাড়ি পৌর এলাকার পুরাতন ক্যাম্প ও কামাতপাড়া এলাকায়।

গত ২৯ জুন এই চারজনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর বুধবার রেজাল্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, জেলায় এখন পর্যন্ত ২ হাজার ১০৮ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৪৬ জনের রেজাল্ট পজিটিভি এসেছে। এর মধ্যে ১২০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং তিনজনের মৃত্যু হয়েছে। বাকিদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নাঈম/বকুল