সারা বাংলা

রায়গঞ্জে এক রাতে ৪ বাড়িতে চুরি, পাহারায় গ্রামবাসী

সিরাজগঞ্জের রায়গঞ্জের পল্লীতে চোরের উপদ্রব বেড়েই চলছে।

বুধবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার হাটপাঙ্গাসীর নওদা ডুমুর গ্রামের চার বাড়িতে চুরি হয়েছে। পুরাতন পদ্ধতিতে সংঘবদ্ধ চোরের দল ঘরের সিধ কেটে এই চুরি করেছে।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রুব ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছে গ্রামবাসীরা।

বিষয়টি জানিয়েছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, চার বাড়ি থেকে প্রায় ১ লাখ নগদ টাকা, কৃষি পণ্য, মোবাইলসহ নিত্য দিনের ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

এছাড়া, পৌরসভার লক্ষিকোলা আয়ের পাড়া গ্রামের এক কৃষকের গোয়াল ঘর থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মূল্যমানের ২টি গরু চুরি হয়।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রুব ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছে গ্রামবাসীরা।

কোরবানিতে বিক্রির গরু চুরির খবর উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ায় গ্রাম্য কৃষকরা পালা করে পাহারায় বসিয়েছে। উপজেলার পুল্লা গ্রাম, পাঙ্গাসী, ব্রক্ষ্মগাছা, ধামাইনগরসহ বিভিন্ন অঞ্চলে কম বেশি চুরি সংগঠিত হওয়ায় এলাকাবাসী আতঙ্কে আছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, করোনার ভয়াবহতায় রাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় কিছু অভাবী সুযোগ সন্ধানী মানুষ এই পেশা বেছে নিতে পারে। তাছাড়া, রায়গঞ্জ ও এলাকার বাইরে পেশাদারী সংঘবদ্ধ চোরের দল এই কাজে নেমে পড়েছে।

ওসি মো. শহিদুল ইসলাম আরও জানান, একসঙ্গে ৪ বাড়িতে চুরির বিষয়টি আমি শুনেছি। খোঁজ-খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাসেল/বুলাকী