সারা বাংলা

হালদা পাড়ের ৭০ জেলে পরিবার পেলো ‘ভালোবাসার থলে’

চট্টগ্রামের হালদা পাড়ের ৭০টি জেলে পরিবারকে খাদ‌্য সামগ্রী দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন, যার নাম ‘ভালোবাসার থলে’ দেওয়া হয়েছে।

হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং করোনা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি ও খাদ্য সহায়তার অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার গুমান ইউনিয়নের হালদা পাড়েই হালদা পাড়ের জেলেদের সঙ্গে জনসচেতনতামূলক অনুষ্ঠান করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন গুমানমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।

এই বছরের মত প্রতিটি বছরেই যেন হালদায় অধিক ডিম উৎপাদন হয়, সেজন্য হালদা নদী পাহারা দেওয়া এবং যত্ন করার আহ্বান জানানো হয় জেলেদের। এসময় দুই পল্লীর ৭০টি জেলে পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় ভালবাসার থলে। চট্টগ্রাম/রেজাউল করিম/সাজেদ