সারা বাংলা

দৌলতপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে মাহফুজ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে এবং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

আজ শনিবার (০৪ জুলাই) দুপুরে শিশুটির মরদেহ নিজ এলাকায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক ঘটনা ঘটে এবং স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১১টার দিকে জামালপুর মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বিষাক্ত সাপে কামড় দেয় মাহফুজকে। পরে তাকে ওঝা দিয়ে সাপের বিষ নামানোর সময় নষ্ট করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

 

কুষ্টিয়া/কাঞ্চন কুমার/সাজেদ