সারা বাংলা

বাগেরহাটে নন-এমপিও শিক্ষকদের প্রধানমন্ত্রীর সহায়তা

করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর উপজেলার নন এমপিও শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা বিতরণ হয়েছে।

রবিবার (০৫ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রণোদনার চেক বিতরণ করা হয়।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৯টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আলী আকবর টুটুল/সাজেদ