সারা বাংলা

বরগুনার হাসপাতালে বসল সাধারণ মানুষের টাকায় কেনা কেনোলা মেশিন

বরগুনা জেনারেল হাসপাতালের জন‌্য স্থানীয় জনগণের টাকায় কেনা হাইফ্লো নেজাল কেনোলা মেশিন স্থাপন করে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ শুরু করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ওয়ার্ডে মেশিনটি স্থাপন করা হয়।

এর আগে রোববার বেলা ১২টায় করোনা প্রতিরোধ কমিটির সভাপতি বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খানের কাছে হাইফ্লো কেনোলা মেশিন হস্তান্তর করা হয়।

নাগরিকদের পক্ষ থেকে মেশিন হস্তান্তর করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ‌্যাডভোকেট সঞ্জীব দাস, পাবলিক পলিসি ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল ও পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মুশফিক আরিফ।

মুশফিক আরিফ জানিয়েছেন, আরো একটি কেনোলা মেশিন চীন থেকে আসবে ১০ তারিখের মধ্যে। সে মেশিনের জন‌্য পুরো টাকা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। তারা ৭ লাখ ৪৭ হাজার টাকা পেয়েছেন। আরো দেড় লাখ টাকা দরকার। বরগুনা/রুদ্র রুহান/রফিক