সারা বাংলা

করোনা রোগী বাজারে গিয়ে কেনাকাটা করলেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক করোনা রোগীকে উপজেলা শহরের বাজারে কেনাকাটা করতে দেখা গেছে।

১০ দিন আগে শিবগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী রাসেল খান করোনায় আক্রান্ত হন। এরপর উপজেলা প্রশাসন তার দোকান ও বাড়ি লকডাউন করে তাকে নিজ বাড়িতে থাকার পরামর্শ দেন।

অথচ রোববার (৫ জুলাই) সন্ধ্যায় তিনি উপজেলা শহরের বাজারের স্বর্ণকার পট্টির মুদি দোকানে গিয়ে পণ্য কেনেন। এতে তার সংস্পর্শে যাওয়া ব্যক্তিরা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে রাসেলের বাড়িতে থেকে লোক পাঠিয়ে তাকে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি যদি নির্দেশনা অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, লিখিতভাবে করোনা নেগেটিভ সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত পজিটিভ ব্যক্তি বাসা থেকে বের হতে পারবেন না।  মিম্পা/বকুল