সারা বাংলা

পরিমাপে কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় পরিমাপে তেল কম দেওয়ার দায়ে একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার ভাদুঘরে মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, বিভিন্ন মাধ্যমে খবর পান সদর উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পরিমাপে কম ও ভেজাল মেশানো তেল বিক্রি করা হয়। এই অভিযোগের ভিত্তিতে দুপুরে মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটারে ১০০ গ্রাম তেল কম দিচ্ছে। পরে সেখানে জরিমানা করা হয়। 

তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় জেলা বিএসটিআই’র পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান, সদর থানার এসআই নুরেখোদা সিদ্দিকী উপস্থিত ছিলেন। রুবেল/বকুল