সারা বাংলা

রাজশাহীতে করোনায় আরও একজনের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম (৩৬) নামে একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকার বাসিন্দা। বাবার নাম সব্দর আলী। তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজিটিভ অবস্থায় গত  জুন শহিদুল রামেক হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীতে এ নিয়ে করোনায় ১৩ জনের মৃত্যু হলো। সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে এক হাজার ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ জন।

   

তানজিমুল হক/সনি