সারা বাংলা

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে রাকিব হোসেন (৩৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা।

মৃত রাকিব হোসেন শৈলকুপা উপজেলার মীন গ্রামের খেলাফত হোসেনের ছেলে।

ডা. অপুর্ব কুমার সাহা জানান, রাকিব হোসেনকে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে গত সোমবার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকার পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে রাকিব হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।      

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব রেখে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার প্রস্তুতি চলছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ জানানো হয়েছে, জেলায় নতুন করে আজ পুলিশ ও র‌্যাবের তিনজন সদস্যসহ ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। এদের মধ‌্যে সুস্থ হয়েছেন ১১৪ জন। আর মৃত্যুবরণ করেছেন ৫ জন।

 

রাজিব/বুলাকী