সারা বাংলা

করোনায় আক্রান্ত হয়ে নলতা পাক রওজা শরীফের খাদেমের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দীন আহম্মেদ (৯০)।

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে তিনটায় তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাপসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ৫ দিন আগে তিনি জ্বর, শ্বাসকষ্ট, ফুসফুসের ও কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।   ভর্তির পর তার করোনাভাইরাস শনাক্ত হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ইতিমধ্যে পাক রওজা শরীফ এলাকার কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে ।

মৌলভী আনছার উদ্দীন আহম্মেদ আধুনিক আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বপ্নদ্রষ্টা।  তিনি কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের মৃত এজাহার হোসেনের ছেলে।

 

শাহীন/টিপু