সারা বাংলা

খোকসায় মুক্তিযোদ্ধার ঘরে আগুন-সংঘর্ষ

কুষ্টিয়ার খোকসায় এক মুক্তিযোদ্ধার ঘরে আগুন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জুলাই) সকালে খোকসা উপজেলার শোমসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে মৃত মুক্তিযোদ্ধা আক্তার আলীর বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকালে প্রতিবেশীর এক সেনা সদস‌্যের পরিবারকে দোষারোপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই মুক্তিযোদ্ধার ভাই আজমল সরদার গুরুতর আহত হন। তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুক্তিযোদ্ধা আক্তার আলীর স্ত্রী হাসিনা বানু বলেন, ‘বসত বাড়ির এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সেনা সদস্য রফিকের সাথে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সেনা সদস্য রফিক ও তার ছেলে সেনা সদস্য রাসেল আমার ঘরে আগুন দিয়েছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’

সেনা সদস্য রফিক বলেন, ‘বাড়ির জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমাদের বিপদে ফেলার জন্য তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মুক্তিযোদ্ধা আক্তার আলীর বাড়ির একটি ঘরে (কাঠের খড়ি রাখা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাবি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি সেনা সদস্যরা আগুন ধরিয়ে দিয়েছে।

এ নিয়ে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উদ্দিন বলেন, ‘ঘটনাটি নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটি আমি শুনেছি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

কাঞ্চন কুমার/সনি