সারা বাংলা

ঝিনাইদহে পুলিশ সদস্যসহ ৩৩ জন করেনায় আক্রান্ত

ঝিনাইদহ জেলায় নতুন করে পাঁচ পুলিশ সদস্যসহ ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট ৩৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ‌্যে সুস্থ হয়েছেন ১২১ জন ও ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ৭৭টি নমুনার মধ্যে ৪৪টি নেগেটিভ ও ৩৩টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

তিনি জানান, জেলায় গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজের ল্যাব থেকে নতুন করে পুলিশ সদস্যসহ ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে ২৪ জন রয়েছেন। তার মধ্যে পুলিশ লাইন ও পুলিশ ফাঁড়ির পাঁচজন পুলিশ সদস‌্য রয়েছে। এ ছাড়াও কালীগঞ্জে ৭ জন ও শৈলকুপাতে দুইজন রয়েছেন।   সিভিল সার্জন আরও জানান, সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে।

জেলায় মোট করোনা আক্রান্তদের মধ‌্যে এ পর্যন্ত ১২১ জন সুস্থ হয়েছেন। এছাড়া, শৈলকুপায় তিনজন ও কালীগঞ্জে তিনজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। 

 

রাজিব/বুলাকী