সারা বাংলা

মরিচ, লাউ ও বরবটি চাষে ভাগ‌্য ফিরেছে মালেকের

সবজি চাষ করে ভাগ‌্য ফিরিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের খালপাড় গ্রামের বাসিন্দা আব্দুল মালেক।

বারো মাস সবজি চাষ করেন তিনি। নিজের জমি খুব কম। তাই অন‌্যের জমি বন্ধক নিয়ে সবজি ও ধান চাষ করেন এই চাষি।

শুক্রবার (১০ জুলাই) খালপাড় গ্রামের মৃত জবান উল্লাহর ছেলে কৃষক আব্দুল মালেকের সাথে কথা হয়।

তিনি বলেন, ‘বন্ধক নেওয়া ২২ শতক জমির এক অংশে বরবটি ও লাউ এবং বাকী অংশে কাঁচা মরিচ চাষ করেছি। সবজি বিক্রি শুরু করেছি। খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। ইতোমধ্যে ১৫ হাজার টাকার সবজি বিক্রি হয়েছে। আরও প্রায় ৫৫ হাজার টাকার রববটি, লাউ ও কাঁচা মরিচ বিক্রির আশা করছি।’

আলাপকালে তিনি আরও বলেন, ‘কৃষির মধ্যে সৎপথে রোজগারের পথ খুঁজে পেয়েছি। কৃষি কাজ করে পরিবারের ভরণপোষণ হচ্ছে। এ পথে আরও এগিয়ে যেতে চাই।’

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, ‘সবজি চাষে এগিয়ে চলেছেন আব্দুল মালেক। তিনি অল্প জমিতে অধিক ফসল ফলানোর চেষ্টা করছেন।’ মামুন চৌধুরী/সনি